২০শে মার্চ ২০২০ইং রোজ শুক্রবার বাদ জুম্মা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক যার জন্মের কারণে বাংলা হয়েছে ধন্য, আর বাঙ্গালী হিসেবে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, বাংলা ভাষাসহ বাঙ্গালী হিসেবে জাতীয় পরিচিতি। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হত কি না আমরা জানি না। বিশ্বের বুকে মাথা তুলে বাঙ্গালী জাতি দাড়াতে পাড়তো কি না আমাদের জানা নেই। ক্ষণ জন্মা এই মহা পুরুষের শুভ জন্ম বাঙালী জাতির জন্য এক রহমত ও গৌরবময় শুভক্ষণ। বাঙ্গালী জাতির প্রত্যেকটি মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে তিনার রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা একান্ত কর্তব্য। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করেনা ভাইরাস জনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সর্ব প্রকার সভা সেমিনার বাতিল করা হয়। মনকে কোন ভাবেই শান্তনা দিয়ে রুখতে না পেরে সল্প পরিসরে শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল্ সুরেশ্বরীর নেতৃত্বে ৫০ সদস্যের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর পবিত্র মাজার জেয়ারতে টুঙ্গিপাড়ায় যান। জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত করেন সংগঠনের সভাপতি- শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল্ সুরেশ্বরী। এ সময় অন্যান্য নেত্রীবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সহ যুগ্ম সচিবঃ জাহাঙ্গীর হোসেন আব্বাস, সাংগঠনিক সচিবঃ জাকির হেসেন মোড়ল, সৈয়দ মারুফ নূরী যুববিষয়ক সচিবঃ মোঃ আকরাম আহাম্মদ, আইন বিষয়ক সচিবঃ আব্দুল মান্নান ফারুক, দপ্তর বিষয়ক সচিবঃ মিজানুর রহমান দুলাল, মনিরুল ইসলাম ও দীল মোহাম্মদ, অর্থ সচিবঃ জুয়েল আহাম্মদ, প্রচার সচিবঃ শফিকুর রহমান, নির্বাহী সদস্যঃ সালাউদ্দিন আহাম্মদ, মোহাম্মদ রুহুল আমিন, এস. কে. বাদশা সহ আরও অনেকে।