গত ২৮শে নভেম্বর ২০২০ইং তারিখে আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় “বাগে সুরেশ্বরী”, কেরানীগঞ্জ, ঢাকাতে পরিষদের কাউন্সিল অধিবেশন ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ এর পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সাবেক সভাপতি শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল সুরেশ্বরীর অতীত সকল কর্মকান্ডের ভূয়সি প্রসংশা করে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী ২০২৫ সাল পর্যন্ত ৫ বৎসরের জন্য শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল সুরেশ্বরীকে পুনরায় সভাপতি নির্বাচিত করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন সাবেক সভাপতির বলিষ্ঠ নেতৃত্বের কারণে আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ আজ দেশের আনাচে কানাচে বালকে দেশের একটি পরিচিত ও জনপ্রিয় সংগঠনে পরিনত হয়েছে। তারা বলেন এ সংগঠন দেশের সকল পীর মাশায়েখ ও দরগাহ্ মাযারকে একই পতাকা তলে সামিল করেছে। সরকার ক্রান্তিলগ্নে সংগঠনের সভাপতির মতামত গ্রহণ করে সংগঠন ও সভাপতিকে সম্মানীত করেছেন। আর সে কারণেই দেশের সকল পীর মাশায়েখ ও দরগাহ্ মাযারের নেতৃবৃন্দ আজ এই সংগঠনে শামিল হওয়ার ইচ্ছা পেষোণ করেন। আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ দেশের ক্রান্তিলগ্নে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে গঠিত হলেও আজ লক্ষ কোটি আশেক ভক্তের হৃদয়ের স্পন্দনে পরিনত হয়েছে। সকল পীর মাশায়েখ ও দরগাহ্ মাযারের নেতৃবৃন্দ এ সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়াকে ইমানী দায়িত্ব বলে মনে করেন। বেলা ১২ ঘটিকায় শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ যোগদান করেন। মোট ৫০ জন নেতৃবৃন্দকে বক্তব্যের জন্য মনোনীত করা হলেও সকলে তাদের বক্তব্য ও মতামত উপস্থাপন করতে না পারায় সংগঠনের সভাপতি আন্তরিত দুঃখ প্রকাশ করেন। ৫,২০৮ টি দরগাহ্ মাযার খানকা আস্তানা নিয়ে পরিচালিত এমন একটি সংগঠনের সভাপতি পুনঃ নির্বাচিত করায় শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল সুরেশ্বরী সকল উপস্থিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি দৃঢ় কন্ঠে বলেন আগামী ৫ বৎসরে এ সংগঠনকে ত্বরিকা পন্থীদের কল্যানে কাজ করতে হবে । নিজেদের উৎসর্গ করে আউলিয়া কেরামগণের প্রচারিত সঠিক ইসলাম ও প্রদর্শিত পথ সর্ব সাধারণের নিকট যেন পৌছে দিতে পারি এটাই হবে আমাদের আগামী দিনের লক্ষ্য এবং আপনাদের সকলকে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে এ লক্ষ্যে কাজ করতে হবে। অসাপ্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় ভিত্তিক ও কল্যান মূলক সমাজ গঠনের পাশাপাশি কোন প্রকার বাধা ব্যাতিরেকে নিজ নিজ ধর্ম পালনে সরকারের বলিষ্ঠ ভূমিকা রাখার দাবী জানিয়ে তিনি আরও বলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একে অপরের প্রেম বন্ধনে আবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি অলি আউলিয়ার আদর্শ ও নীতিকে বাস্তবায়নের লক্ষে সকল আলেম পীর মাশায়েখ দরগা মাযার খানকার প্রতিনিধি ও সরকারের সহযোগিতা কামনা করেন।
পরিশেষে নব নির্বাচিত সভাপতি সংগঠনের আগামী দিনের মহাসচিব হিসাবে আল্লামা হানিফ নূরী সহ বেশ কয়েক জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষনা করেন। তারা হলেন সূফী শাহ আলম চিশতি নুরুল্লাপুর পাক দরবার শরীফ, জনাব এস এম আব্দুর রশিদ (অবঃ সচিব) , বেলতলী (লেংটা) পাক দরবার শরীফ, সূফী নজরুল ইসলাম কাজী, শাহ্ কলন্দর দরবার শরীফ, সূফী আব্দুল ওয়াহাব সাবুরী , সাবুরীয়া দরবার শরীফ, সূফী সৈয়দ মনোয়ার হোসেন রিজভী আল্ চিশতী, বরিয়াবর পাক দরবার শরীফ, সূফী সৈয়দ শফিক আহম্মদ চিশতী, মুরারবন পাক দরবার শরীফ, শাহ্ সূফী মাজেদুল হক চাদপুরী, চাদপুর পাক দরবার শরীফ, সূফী হযরত মওলানা বদরুল আমিন রেজভী, রেজভীয়া পাক দরবার শরীফ। এ ছাড়া বাকী প্রেসিডিয়াম সদস্য সহ পূর্ণাঙ্গ কমিটি খুব সহসা ঘোষনা করা হবে। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষনা করা হয়।