আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ

01711134624

মুক্তির একই পথ, ওলি-আউলিয়ার ত্বরিকত !

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী পীর মাশায়েখ, সূফী সাধক, হাক্কানী আলেম ওলামা, অলি-আউলিয়া অনুসারী সকল ধর্মাবলম্বী ও সুন্নী জনতার অসাম্প্রদায়িক সংগঠন

আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান শাহসুফি শাহ আলম চিশতি নুরুল্লাপুরী (র:) এর নামাজে যানাযা

আল্লাহ মহান, আল্লাহ মহান আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ এক সুফি-সাধকের নামাজে-জানাযার অঙ্গন থেকে———আজ বাংলাদেশের সুফি জগতের অঙ্গন থেকে প্রখ্যাত একজন সুফি-সাধক পর্দার আড়ালে চলে গেলেন যেন পূর্নিমার চাঁদটাকে একখন্ড মেঘ এসে হঠাৎ ঢেকে দিল, ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।তিনিই ছিলেন ঐতিহ্যবাহী নূরুল্লাপুর পাক দরবার শরীফের মোন্তজীমে গদিনশীন এবং দীর্ঘদিন যাবত আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ এর সন্মানীত ভাইস চেয়ারম্যান শাহসুফি শাহ আলম চিশতি নুরুল্লাপুরী (র:) । তাঁর ‘নামাজে যানাযা’ আজ বাদ আসর দোহার-নবাবগঞ্জের নুরুল্লাপুর পাক দরবার শরীফ প্রাঙ্গনে ভাবগাম্ভীর্য পরিবেশে কঠোর লকডাউন চলাকালীন অবস্থায় অগনিত ভক্ত-আশেকান ও এলাকার জনগনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।উক্ত জানাযায় উপস্থিত হোন বাংলাদেশের ঐতিহ্যবাহী মহান সুরেশ্বর পাক দরবার শরীফের মোন্তাজীমে গদিনশীন ও আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ’ এর মাননীয় সভাপতি শাহসুফি সাইয়্যেদ আলম নূরী আল-সুরেশ্বরী (ম:আ:) । উপস্থিত মুসুল্লীগনের সামনে সুরেশ্বরী হুজুর ক্বেবলার উপস্থাপনায় প্রয়াত শাহসুফি হযরত শাহ আলম চিশতি নুরুল্লাপুরী (র:) তাঁর জীবদ্দশায় আল্লাহী পথে তথা তরিকত জগতে যে অবদান করে রেখে গেছেন তার স্মৃতিচারন করে যে গভীর ভাবগাম্ভীর্য সংক্ষিপ্ত আলোচনাটি করেন তা ছিল উপস্থিত সকলের বিশেষ লক্ষ্যনীয়। সাথে উপস্থিত ছিলেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ’ এর সন্মানীত মহাসচিব ও নূরে হক্ক দরবার শরীফের মোন্তাজীমে গদিনশীন শাহসুফি আল্লামা হানিফ নূরী (ম:আ:)। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রয়াত পীর সাহেব ক্বেবলার বড় সাহেবজাদা শাহসুফি সজিব চিশতি ও ছোট সাহেবজাদা শাহসুফি বাপন চিশতি (ম:আ:)।উভয় সাহেবজাদা দেশবাসীর সর্ব শ্রেনীর মানুষের কাছে প্রয়াত পিতা-মাতার শান্তি কামনার আহব্বান করে দোয়া চেয়েছেন। আমরা সকলেই সর্বময় শান্তি ও মঙ্গল কামনা করি। আমিন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *